আশাশুনিতে ৫ আসামী গ্রেফতার
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি থানা পুলিশ ডেভিল হান্ট এর বিশেষ অভিযান পরিচালনা করে ৫ আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, এসআই সাখাওয়াত হোসেন, শ্যামা প্রসাদ রায়, অনাথ মিত্র, এএসআই হাসান পৃথক অভিযান পরিচালনা করে থানার নং- ৭(৮)২৪ ও ২০(৭)২৪ নং মামলার তদন্তে প্রাপ্ত আসামী শ্রীউলা ইউনিয়ন যুবলীগ আহবায়ক নাকতাড়া গ্রামের মৃত জালাল উদ্দীন সরদারের ছেলে ইখতিয়ার উদ্দীন, টিআর- ৪১/২৩, জিআর-১৪১/২২ (আশাঃ) মামলার আসামী গাজীপুর গ্রামের মৃত আব্দুর ছাত্তার গাজীর ছেলে সাইফুল ইসলাম লিটু, টিআর-১৪২/২২, জিআর-২২৭/২১ (আশাঃ) এর আসামী বাঁকড়া গ্রামের মৃত মোকছেদ আলী সরদারের ছেলে কফিলুদ্দীন সরদার, মৃত জলিল সরদারের ছেলে গোলাম মোস্তফা ও বাবু সরদারকে গ্রেফতার করেন।