পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী
পাইকগাছা প্রতিনিধি :খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হকের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি’র কর্মী সমাবেশকে ঘিরে বুধবার বিকালে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে দলীয় নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে প্রধান সড়কের দু’পাশ দিয়ে শত শত নেতাকর্মী এবং সাধারণ মানুষ বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নিয়ে উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সোলাদানা ইউনিয়নের চেয়ারম্যান এসএম এনামুল হকের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবী জানান।
Please follow and like us: