দুর্নীতি ধামাচাপা না দিতে ডিসিদের প্রতি নির্দেশনা
ডেস্ক রিপোর্ট: আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হওয়া বড় দুর্নীতির খবর ধামাচাপা না দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ডিসিরাও দুর্নীতির সঙ্গে আপস করবেন না বলে আশ্বাস দিয়েছেন। আর আগামী নির্বাচন ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।এদিকে বিদ্যুৎ-সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার ২৫ ডিগ্রি রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেছেন, কোথাও এর ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে। খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আসন্ন রমজানে খাদ্যশস্য সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনা মূল্যে বিতরণ করা হবে। এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পালনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, রাজস্ব আয় বাড়াতে করের আওতায় আনা হবে দেশের চিকিৎসক ও জেলা, উপজেলা ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের ব্যবসায়ী ও আইনজীবীদের। এছাড়া মৎস্য উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রাথমিকভাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১১ হাজার টন ইলিশ রপ্তানি করা হবে।গতকাল সোমবার ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের নিজ নিজ কর্ম-অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সরকারের উল্লিখিত উপদেষ্টা ও দুদক চেয়ারম্যান। গতকাল সকাল ৯টা থেকে শুরু করে রাত ৯টা পর্যন্ত মোট ২৭টি মন্ত্রণালয় ও বিভাগের কর্ম-অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে মাঠ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন সমস্যা তুলে ধরলে সরকারের নীতিনির্ধারকরা প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
দুদক চেয়ারম্যান বলেন, ‘ছোট ছোট দুর্নীতিগুলো বিকশিত হয়, আমরা খুব তাড়াতাড়ি খবর পাই। কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে বড় দুর্নীতি হয়, সেগুলোর কোনো অভিযোগই আমরা পাই না। আমরা ডিসিদের বলেছি, বড় দুর্নীতির খবরগুলো যেন আসে। আমরা যেন দুর্নীতির খবরগুলো ধামাচাপা না দিই, না লুকাই। জেলা প্রশাসকরা আশ্বস্ত করেছেন, তারা এগুলো নিয়ে কাজ করবেন।এদিকে জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) অপরাধী ডাটাবেজ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ডাটাবেজে প্রবেশের অনুমতি (অ্যাক্সেস) চান। জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সম্পর্কিত এমন প্রস্তাব দিয়েছেন ডিসিরা। তিন দিনের জেলা প্রশাসক সম্মেলন শুরু হয়েছে গত রবিবার। ঐদিন
সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্মেলনের উদ্বোধন করেন। আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মেলনের তৃতীয় ও শেষ দিন ডিসি ও বিভাগীয় কমিশনারদের জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ ও কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে চতুর্থ কার্য-অধিবেশন হবে। সেখানে এই প্রস্তাবসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত অন্য প্রস্তাবগুলো উঠতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে।ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘সোমবারের সভায় অনেক ডিসি অভিযোগ করেছেন, বিভিন্ন জায়গায় অনেকে মুক্তিযুদ্ধ না করেও ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছেন। এদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য ডিসিদের মধ্য থেকে জানানো হয়েছে। তারা এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা চান। আমরা বলেছি, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন হয়েছে। জামুকার যে আইনটি ছিল, তারা সেটিতে সংশোধনী আনছেন। সংশোধনী আসার পর মুক্তিযোদ্ধা সংসদও পুনর্গঠিত হবে। সংসদ পুনর্গঠিত হলে প্রত্যেক জেলায় জেলায় আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করার চেষ্টা করব। যাদের আমরা শনাক্ত করতে পারব তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।নির্বাচন ভালো হবে, আশা নৌ-উপদেষ্টার :আগামী নির্বাচন ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, নির্বাচন কমিশন মাঠে গিয়ে নির্বাচন করে না। নির্বাচন কমিশন একটি পলিসি দেয়, ফ্রেম ওয়ার্ক দেয়, সুপারভিশন করে। কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তারপর নির্বাচনের কমিশনের আইনগতভাবে আর কিছু করার নেই। তখন দায়িত্ব যায় রিটার্নিং কর্মকর্তাদের কাছে। তারাই তখন সেটা দেখভাল করেন। ডিসিদের কী নির্দেশনা দেওয়া হয়েছে—জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা নদীতে ভ্রাম্যমাণ আদালত বাড়ানোর কথা বলেছি। শ্রম অসন্তোষের ব্যাপারে আমরা বলেছি, আপনারাই সমস্যা চিহ্নিত করবেন, আপনারাই কথা বলবেন। আপনারাই সরকার, আপনারাই কাজ করবেন। আমরা আপনাদের সাহায্য করব।’
এসি ২৫ ডিগ্রিতে রাখার নির্দেশনা :আসন্ন রমজান ও গরমে বিদ্যুৎ-সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির ব্যবহার ২৫ ডিগ্রি রাখার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি বলেন, বিষয়টি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে সে এলাকায় লোডশেডিং করা হবে।ত্রাণসামগ্রী কিনবেন ইউএনওরা: ত্রাণসামগ্রী আর কেন্দ্রীয়ভাবে নয়, স্থানীয়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মাধ্যমে কেনা হবে বলে জানিয়েছেন ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম। তিনি বলেন, টিআর, কাবিখা, কাবিটার যে বরাদ্দ দেওয়া হয় সেগুলো তাদের নিবিড় পর্যবেক্ষণের জন্য বলা হয়েছে।থ্রি হুইলার মহাসড়কে চলবে না: সড়ক পরিবহন, সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘সড়ক দুর্ঘটনা কমাতে আমরা ডিসিদের নির্দেশ দিয়েছি, এটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। থ্রি-হুইলারগুলো প্রধান সড়কে চলবে না। কিন্তু অন্য সড়কে চলবে। এর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি নীতিমালা প্রণয়ন করছে।’ মিটারে সিএনজি চলাচলে চিঠি প্রত্যাহারের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আপাতত মিটারে সিএনজি চলাচলের বিষয়টি স্থগিত করেছি। আমরা বিষয়গুলো পরীক্ষা, পর্যালোচনা করে নিয়ম-নীতি করব, যাতে সেটি সবার কাছে সমান ও গ্রহণযোগ্য হয়।রোজায় খাদ্যশস্য বিতরণ সুশৃঙ্খলভাবে করতে নির্দেশ :খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, রমজান মাসে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে বিনা মূল্যে বিতরণ করা হবে। এই কার্যক্রম সুশৃঙ্খলভাবে পালনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের সময় ১ কোটি পরিবার ১০ কেজি করে চাল পাবে একদম ফ্রি (বিনা মূল্যে)। এমন আরও কিছু কার্যক্রম রয়েছে। এসব চাল বাজারে দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে। এসব বিতরণ কার্যক্রম বিভিন্ন কর্তৃপক্ষ করবে। কিন্তু এর প্রধান তদারকি করবেন ডিসিরা।
ডিজিটাল হচ্ছে ভূমি ব্যবস্থাপনা: এছাড়া শিগগিরই সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করা হবে বলে জানান ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, ‘সনাতন পদ্ধতি থেকে যখন আমরা ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি, এই ট্রানজিশন ক্ষেত্রবিশেষে একটু পেইনফুল হয়। ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা চান, ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে আসুক। বর্তমানে আমরা ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করছি। সেদিন বেশি দূরে নয়, যেদিন সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল আওতায় আসবে।’