তালা খলিলনগরের ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করেছে পুলিশ
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরা তালার খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলুকে গ্রেপ্তার করেছে তালা থানা পুলিশের একটি দল। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তালা থানার পুলিশের একটি দল তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মোড় মাঝিয়াড়া এলাকা থেকে প্রণব ঘোষ বাবলুকে গ্রেফতার করে।
চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তালা প্রেসক্লাবের সাবেক সভাপতি। একই সাথে তিনি তালা উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রণব ঘোষ বাবলুকে নিয়মিত মামলার আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে।
Please follow and like us: