কুল্যায় মানব পাচার হতে উদ্ধার প্রাপ্তদের সিটিসি এডভোকেসি সভা
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার কুল্যায় মানব পাচার হতে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের সিটিসি এডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কুল্যা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।অগ্রগতি সংস্থার আয়োজনে সভায় কুল্যা ইউপি চেয়ারম্যান এস এম ওমর সাকি পলাশ, ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মাজেদ গাজি, আব্দুল কাদের, বিশ্বনাথ, নজরুর ইসলাম, মহিলা মেম্বার তাহেরা বিশ্বাস, রবিউল ইসলাম, মুনছুর আলি, অগ্রগতি সংস্থার প্রজেক্ট ম্যানেজার মাহবুবুর রহমান, কেচ ম্যানেজার জিয়াউর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: