সাতক্ষীরার রইছপুরে এতিমখানার নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন :সাতক্ষীরার রইছপুর ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার তিনতলাবিশিষ্ট নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকালে রইছপুর পশ্চিমপাড়া এলাকায় এতিমখানা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান। রইছপুর ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রইছপুর মসজিদের সম্মানিত ইমামগণ, মোহাম্মদ মহসিন আলম, মোঃ কামরুজ্জামান পলাশ, আলহাজ্ব মোঃ কোবির হোসেন, মাওলানা মোঃ আব্দুল মোমিন, মাস্টার নাসির উদ্দিন প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও রইছপুরের যুবকরা অনুষ্ঠানে অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান বলেন, “ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা একটি দ্বীনি প্রতিষ্ঠান, যেখানে ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের জন্যও শিক্ষা ব্যবস্থা রয়েছে। আমার প্রয়াত বাবা-মার সম্মানে এই প্রতিষ্ঠানসহ সমাজের কল্যাণমূলক কাজে আমি সহযোগিতা করছি। সবাই আমার মরহুম মা-বাবার জন্য দোয়া করবেন।”অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার সাবেক শিক্ষক, আলহাজ্ব হাফেজ মোঃ আব্দুল্লাহ বাকি।