তালায় সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
ফারুক সাগর:সাতক্ষীরার তালা উপজেলায় বিএনপির অঙ্গ সংগঠন সেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ ফেব্রুয়ারী) উপজেলার মাগুরা ইউনিয়নের বালিয়াদহ এলাকায় অবস্থিত শতবর্ষী কে এম এস সি কলেজিয়েট ইনস্টিটিউটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।৮নং মাগুরা ইউনিয়নের সেচ্ছাসেবক দলের সভাপতি মো:নয়ন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,তালা উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তব্য রাখেন,উপজেলা সদস্য সচিব মো:আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে কর্মী সমাবেশ উপস্থিত ছিলেন,যুগ্ম-আহ্বায়ক জি এম আবু মুহিত ও মো: নাসিরুদ্দিন ফারুক,তালা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান ও সরজিৎ সরকার।এছাড়া আরও উপস্থিত ছিলেন,মাগুরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আমিনুর ইসলাম,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল খালেক,স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন,মাগুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহাগ মোড়ল,বিএনপি নেতা আশরাফুল আশিদ সুমন ও আসাদুল গল্দার প্রমুখ।অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মাগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জি এম শাহীন। সার্বিকভাবে কর্মী সমাবেশ আয়োজন করে বালিয়াদহ ৭নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল।এসময় বক্তারা বলেন,২৪ শে নিহত সকল শহীদ ও আহত বীরদের জন্য আমরা আজ মুক্ত কন্ঠে কথা বলতে পারছি। বিগত ১৬ বছর স্বৈরাচার,ফ্যাসিস্ট পতিত সরকার শেখ হাসিনা সারাদেশকে আয়না ঘরে পরিণত করে। এ দেশ আর কোন স্বৈরাচারকে দেখতে চাই না। সেই লক্ষ্যে আগামী নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্বাচিত করতে জনগণের দুয়ারে দুয়ারে যেতে হবে। বারবার পরীক্ষিত নেতা কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসেনর সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের হাতকে শক্তিশালী করতে অসহায় মানুষের পাশে থেকে দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করতে আমরা অঙ্গীকার ব্যক্ত করি। তিনি নির্বাচিত হলে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।