আনুলিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার আনুলিয়ায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বিছট সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আমীর মোহাম্মদ হারুনুর রশিদের সভাপতিত্বে ও সম্পাদক গাজী আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা ল ইয়ার্স কাউন্সিল এর সভাপতি ও জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সোবান মুকুল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ নূরুল আবছার মুরতাজা, উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান ।অনুষ্ঠানে মাষ্টার আবু দাউদ, আনুলিয়া ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির শহিদুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক মাওঃ আইয়ুব আলী, আনুলিয়া সমাজকল্যাণ বিভাগের সভাপতি আব্দুল ওহাব, আনুলিয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওঃ আবু ইউসুফ, যুব জামায়াতের সভাপতি মোস্তফা কামাল, আনুলিয়া পেশাজীবী সংগঠনের সভাপতি আহসান হাবিব, মাওঃ শহিদুল ইসলাম, আকরাম হোসেন, আশরাফুল আলম, রাজু ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।