বুধহাটার বেউলায় জামায়াতের কর্মী সম্মেলন
আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গাজীরমাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়ন জামায়াতের আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াদুদ।
ইউনিয়ন কর্ম পরিষদ সদস্য মাওঃ আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালি ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নূরুল আবছার মুরতাজা, শুরা সদস্য ও জজ কোর্টের এপিপি এ্যাড. শহিদুল ইসলাম। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে রবিউল ইসলাম, হাফেজ বিল্লাল হোসেন, ইউপি সদস্য শীষ মোহাম্মদ জেরী প্রমুখ বক্তব্য রাখেন। সভায় বর্তমান প্রেক্ষাপট ও সম সাময়িক বিভিন্ন দিক বিশ্লেষণ পূর্বক আলোচনা ও আগামী ২৬ ফেব্রুয়ারী আশাশুনিতে কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন ও বার্ষিক কর্মী সম্মেলন সফল করতে আহবান জানান হয়।