বড়দলে জামায়াতের কর্মী সম্মেলন ও প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলা জামায়াতের বার্ষিক কর্মী সম্মেলন সফল করতে এবং কেন্দ্রীয় নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানের আগমন সফল করতে প্রস্তুতি সভা করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় গোয়ালডাঙ্গা দাখিল মাদ্রাসায় এ সম্মেলন ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আমীর মাওঃ আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে ও সেক্রেটারি সেকেন্দার আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীার মাওঃ নুরুল আবছার মোর্তজা, সহকারি সেক্রেটারি ডাঃ রোকনুজ্জামান, পেশাজীবী সংগঠনের সভাপতি মাওঃ আতাউর রহমান। এছাড়া ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব হেদায়েতুল ইসলাম, যুব বিভাগের সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি হাবিবুর রহমান লিপু, সাবেক মেম্বর রুহুল আমীন, ওয়ার্ড সভাপতি ক্বারী মোঃ আব্দুর রহিম, মাওঃ আব্দুর রহিম, মাস্টার আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।