ফিরছেন ইয়ামি ‘ধুমধাম’ করে
বিনোদন ডেস্ক : নতুন সিনেমা নিয়ে দর্শকের সামনে এক বছর পর হাজির হচ্ছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষ্যে নেটফ্লিক্সে মুক্তি পাবে তার নতুন সিনেমা ‘ধুমধাম’। অ্যাকশন-কমেডি সিনেমার গল্পটি তৈরি হয়েছে এক নবদম্পতিকে ঘিরে। বানিয়েছেন ঋষভ শেঠ। ইয়ামি এখন সিনেমার প্রচারে ব্যস্ত সময় পার করছেন। নতুন করে কাজে ফিরে আগের চেয়ে আত্মবিশ্বাস বেড়েছে তার। গত বছর মে মাসে মা হয়েছেন ইয়ামি। এ কারণেই এক বছরের বেশি সময় পর্দায় দেখা যায়নি তাকে। যদিও ক্যারিয়ারজুড়েই তিনি কাজ করেছেন বেছে বেছে।এই প্রসঙ্গে ইয়ামি বলেন, ‘আমি সবসময় ভালো কাজের অপেক্ষায় থাকি। অনেকে বলেন আমি কী খুঁতখুঁতে। এখন আমি আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারি, ভালো চরিত্রের খোঁজে সবসময় ছিলাম, এখনো আছি। প্রথম প্রথম কারো মুখের ওপর না বলার সাহস ছিল না। এখন বলতে পারি। আত্মবিশ্বাস বেড়েছে। তাই চরিত্র অপছন্দ হলে না বলতে পারি।সিনেমাটি প্রসঙ্গে ইয়ামি বলেন, ‘একটি সিনেমা নির্ভর করে ভালো গল্প আর মেকিংয়ের ওপর। এ জন্য লেখককে যেমন পর্যাপ্ত সময় দেওয়া প্রয়োজন, তেমনি নির্মাতাকেও সময় দেওয়া প্রয়োজন। আর অভিনয়শিল্পীদের উচিত পরিচালকের নির্দেশনা অনুযায়ী নিজের মেধার পুরোটা দিয়ে কাজ করা। তবেই একটা ভালো সিনেমা তৈরি সম্ভব হয়। যেমনটা হয়েছে ধুমধামের ক্ষেত্রে। দারুণ একটা সিনেমা হয়েছে।’ নিজের নতুন সিনেমা নিয়ে খুব আশাবাদী এ অভিনেত্রী।সিনেমাটিতে ইয়ামির বিপরীতে অভিনয় করেছেন প্রতীক গান্ধী। আরও অভিনয় করেছেন- এজাজ খান, পবিত্র সরকার প্রমুখ। ভালোবাসা দিবস উপলক্ষ্যে মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে উচ্ছ্বসিত সিনেমা সংশ্লিষ্ট সবাই।