পাইকগাছায় চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন
পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে বাঁকা বাজারে ৮ নং রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে পদত্যাগের দাবিতে মানববন্ধন করে সর্বস্তরের ছাত্র-জনতা ও এলাকার সাধারণ জনগণ।
উপজেলার ৮ নং রাড়ুলী ইউনিয়নে রাতের আঁধারে ভোট চুরি,পকেট কমিটি, নিয়োগ বাণিজ্য,চাল চোর সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তার পদত্যাগের দাবিতে এ মানববন্ধন করা হয়। স্থানীয় ছাত্র জনতা ও জনসাধারণ বক্তব্যে বলেন আবুল কালাম আজাদ স্বৈরাচার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, পাইকগাছা উপজেলা শাখা। তিনি খুলনা-৬ পাইকগাছা-কয়রার সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু’র ডান হাত ও তার ছেলে এসপি মো. তরিকুল ইসলাম (উজ্জ্বল) এর ক্ষমতাকে ব্যবহার করে তিনি এলাকায় প্রভাব খাটাতেন। তাদের ক্ষমতাকে ব্যবহার করে তিনি রাতের আঁধারে ভোট চুরি করে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বিভিন্ন অপকর্ম করেছেন। চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে দুই থেকে আড়াই শত মানুষ অংশগ্রহণ করে এই মানববন্ধন কর্মসূচিতে।