জিয়াউর রহমানই প্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন—–হাসান হাফিজ
ডেস্ক রিপোর্ট: ‘জিয়াউর রহমানই প্রথমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তারপরে তিনি বঙ্গবন্ধুর নামে স্বাধীনতার ঘোষণার কথা বলেন। তাই জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক।শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া এলাকার বকুলতলায় ২৮তম বসন্তকালীন সাহিত্য উৎসবে খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার গ্রহণের পর বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জাতীয় প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবি হাসান হাফিজ। এসময় তিনি আরও বলেন, হাসিনা সরকার ইতিহাসের বিকৃতি ঘটিয়েছে। ইতিহাস বিকৃত করা যাবে না। ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে সুযোগ পেয়েছি, তা নস্যাৎ করার জন্য এখনও ষড়যন্ত চলছে। তা হতে দেওয়া যাবে না। আমরা যেন সচেতন থাকি। আমি দেখেছি জুলাই-আগষ্টে অন্দোলনের সময় কত প্রাণ গেছে, লক্ষ লক্ষ লোকের শোক দেখেছি। নেত্রকোনা জেলার ১৭জন প্রাণ দিয়েছেন। এখনও অনেকের কোনো খবর নাই। জাতিসংঘের রিপোর্টেই তা প্রমাণিত হয়েছে।মুক্তিযুদ্ধে সহায়তার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাসান হাফিজ আরও বলেন, সীমান্তে কোনো হত্যা চাই না। কোনো কাঁটাতারের বেড়া চাই না। সীমান্তে হত্যা বন্ধ করতে হবে, আমরা সমতা চাই। আমরা যেন কারো কাছে মাথা নত না করি। আমাদের বন্ধুত্ব হবে ন্যায্যতার, ভিত্তিতে সমতার ভিত্তিতে।নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি মাহাবুবুল কিবরিয়া চৌধুরীর হেলিমের সভাপতিত্বে এবং সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ডা.আনোয়ারুল হক,বীর মুক্তিযোদ্ধা ও লেখক হায়দার জাহান চৌধুরী, লেখক প্রফেসর ননী গোপাল সরকার, মেজর (অব) সৈয়দ আবু বকর সিদ্দিক এবং জেলা বিএনপির যুগ্ম-আহব্বায়ক এসএম মনিরুজ্জামান দুদু প্রমুখ।