পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
শাহরিয়ার কবির:পাইকগাছায় সুন্দরবন রক্ষায় যুব ফোরামের উদ্যোগে সুন্দরবন দিবস পালিত হয়েছে।শুক্রবার সকালে পাইকগাছা উপজেলা চত্বরে পাইকগাছা যুব ফোরামের উদ্যোগে আয়োজিত “বাঁচাই সুন্দরবন ,বন্ধ করি প্লাস্টিক দূষণ” এই স্লোগান কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ ফর সুন্দরবন রূপান্তরের উদ্যোগে ও সুন্দরবন একাডেমির সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের সভাপতি মো. রাকিবুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, আসাদুজ্জামান মামুন, ছন্দা সুলতানা, কৃষ্ণা চক্রবর্তী, আলিফা সুলতানা, তানজিলা সুলতানা, মুজাহিদ ইসলাম, তানিয়া সুলতানা, রবিউল খাঁন, মনোয়ার হোসাইন বাপ্পি ,আব্দুস সামাদ, তানভীর আহমেদ, অর্পিতা সরকার প্রমুখ।এ সময় বক্তারা বলেন বিশ্ব ভালোবাসা দিবস আমাদের সুন্দরবনকে ঘিরে।সুন্দরবন আমাদের রাষ্ট্রীয় সম্পদ এই সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের রক্ষা করে।এই সুন্দরবন আমাদের গর্ব প্রাকৃতিক রক্ষা ও ঐতিহ্যের প্রতীক সুন্দরবনকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।সুন্দরবন বাংলাদেশের উপকূলের সম্ভাবনাময় ও বিশ্বের অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ বন।এসময় বক্তারা সুন্দরবন দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।