চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়নরা পাবে ২৭ কোটি টাকা
স্পোর্টস ডেস্ক:
২০১৭ সালের পর প্রথমবার মাঠে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। গত কয়েক বছরে আইসিসির ইভেন্টে রেকর্ড প্রাইজমানি দেওয়া হয়েছে। প্রায় আট বছর পর ফেরা চ্যাম্পিয়ন্স ট্রফিতেও একই ব্যাপার। গতবারের চেয়ে এবার ৩৬ লাখ ডলার এবার বেশি দেওয়া হবে, ৫৩ শতাংশ বেশি।
সব মিলিয়ে প্রাইজমানি ৬৯ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৮৩ কোটি ৩৬ লাখ টাকার বেশি। ৯ মার্চ ফাইনাল শেষে ট্রফির সঙ্গে চ্যাম্পিয়নরা পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার বা ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। রানার্সআপদের ব্যাংকে ঢুকবে ১১ লাখ ২০ হাজার ডলার বা সাড়ে ১৩ কোটি ৫৩ লাখ ২৩ হাজার ২১২ টাকা। সেমিফাইনালে হেরে যাওয়া প্রত্যেক দল পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার (৬ কোটি ৭৬ লাখ ৬১ হাজার ৬০৬ টাকা) করে।
কেউই খালি হাতে ফিরবেন না। প্রত্যেক গ্রুপ ম্যাচ জয়ের জন্য দেওয়া হবে ৩৪ হাজার ডলার (৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা)। পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়া দলের প্রত্যেকে পাবে সাড়ে তিন লাখ ডলার (৪ কোটি ২২ লাখ ৮৮ হাজার ৫০৩ টাকা) করে। সপ্তম ও অষ্টম দল ১ লাখ ৪০ হাজার ডলার (১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা) করে।
কোনও দল যদি একটিও ম্যাচ নাও জেতে, তবুও কোটি টাকা পাবে। অংশ নেওয়ার কারণে প্রত্যেক দল পাবে ১ লাখ ২৫ হাজার ডলার (১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা) পুরস্কার।