আইপিএল শুরুর তারিখ এক সপ্তাহ পেছালো
স্পোর্টস ডেস্ক:
আবারও বদলে গেল আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর তারিখ। প্রথমে ১৪ মার্চ শুরু হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি। পরে এক সপ্তাহ পিছিয়ে ২১ মার্চ নেওয়া হয়। এবার নতুন সূচিতে একদিন পিছিয়ে ২২ মার্চ থেকে শুরু হবে আইপিএলের ১৮তম আসর।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আইপিএল শুরুর নতুন তারিখ নির্ধারণ করেছ। আগামী এক-দুইদিনের মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে সংস্থাটি। শুরু পিছিয়ে গেলেও ফাইনাল আগের মতোই ২৫ মেতে অনুষ্ঠিত হবে।
আইপিএলের চলিত নিয়ম অনুসারে, উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয়ে থাকে আগের আসরের চ্যাম্পিয়নদের মাঠে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ২২ মার্চ উদ্বোধনী ম্যাচে ইডেন গার্ডেন্সে খেলতে নামবে শিরোপাধারী কলকাতা নাইট রাইডার্স। তাদের প্রতিপক্ষ থাকবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালও একই ভেন্যুতে হবে।
গত আসরের রানার্স আপ সানরাইজার্স হায়দরবাদও নিজেদের প্রথম ম্যাচ খেলবে ঘরের মাঠে। ২৩ মার্চ রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা মোকাবিলা করবে রাজস্থান রয়্যালসের।
গত নভেম্বরে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয় আইপিএলের দুই দিন ব্যাপি মেগা নিলাম। সেখানে নাম ছিল বাংলাদেশ দলের ১২ ক্রিকেটারের। কিন্তু শেষ পর্যন্ত বিক্রি হননি কেউই।