বিজিবি অভিযানে মাদক সহ ৭লক্ষটাকার মালামাল জব্দ
নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বঅভিযানে ৪০বোতলভারতীয় ফেন্সিডিল সহ সাত লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।
বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে বিজিবির পৃথক অভিযানে সাতক্ষীরার পদ্মশাখরা, বৈকারী, তলুইগাছা,কাকডাঙ্গা ,ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা এলাকা থেকে মাদক সহ এসব মালামাল আটক করা হয়। তবে এসময় কাউকে আটক করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বিজিবি।বৃহস্পতিবার বিকালে বিজিবি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সাতক্ষীরা -৩৩ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা থেকে ৪০ বোতল ফেনসিডিল আটক করা হয়।এছাড়া পদ্মশাখরা এলাকা থেকে ৬৫,০০০ টাকা মূল্যের ভারতীয় কম্বল,বৈকারী থেকে ৭০,০০০ টাকার মূল্যর ভারতীয় ঔষধ, তলুইগাছা থেকে ৬৩,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং বোরখা, কাকডাঙ্গা থেকে ১,০৮,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি,ঝাউডাঙ্গা থেকে ২২,০০০ টাকা মূল্যের ভারতীয় নাইটি (ওড়নাসহ ) ও লুঙ্গি এবং মাদরা থেকে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করা হয়।
তিনি আরো জানান,জব্দকৃত মালামালের মূল্য ৭ লক্ষ ১১ হাজার টাকা।উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়া হয়েছে। এছাড়া মাদকদ্রব্য গুলি সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ষ্টোরে জমা হয়েছে বলে জানান ওই বিজিবি কর্মকর্তা।
Please follow and like us: