এম আর ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব
আব্দুর রহমান: এম আর ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারি) সকাল ৯টায় সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি বাজার সংলগ্ন এম আর ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের উদ্বোধন করেন আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানার সাধারণ সম্পাদক এ এস এম তছলিম। এসময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। এম আর ইন্টারন্যাশনাল স্কুল এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার বিকাশে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে।’ এম আর ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এম আর ইন্টারন্যাশনাল স্কুলের সদস্য মো. জাহাঙ্গীর কবির, এম আর ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ, সহকারী শিক্ষক নাজমুল আলম, রেশমা খাতুন, সহকারী শিক্ষক সুরাইয়া খাতুন, রাবেয়া খাতুন, মর্জিনা খাতুন, সাগর, আয়ফুল বেগম মেমোরিয়াল কমপ্লেক্স ও এতিমখানার তত্বাবধায়ক হাফেজ মো. মাছুম বিল্লাহসহ স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করে। পরে সাংস্কৃতিক পরিবেশনায় সংগীত, নৃত্য ও নাটকের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং আগামী ২০ ফেব্রয়ারি বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠানের পুরস্কার বিতরণের ঘোষণা দেওয়া হয়।