আশাশুনিতে জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা জিও-এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, উপজেলা প্রকৌশলী অনিন্দ্য কুমার দেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নোমান হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ সভায় আলোচনা রাখেন। মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিকের সঞ্চালনায় সভায় এনজিও কারিতাস, রূপান্তর ও ব্র্যাক এর কর্মকর্তাবৃন্দ স্ব স্ব প্রকল্পের প্রেজেন্টেশন উপস্থাপন করেন। সভায় সমন্বয় সভা নিয়মিত করা, সংশ্লিষ্ট দপ্তরের ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ করার ব্যাপারে আলোচনা করা হয় এবং ২১ ফেব্রুয়ারী উদযাপন নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।