দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের কমিটি গঠন
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দরগাহপুর আঞ্চলিক প্রেসক্লাবের কমিটি গঠন করা হয়েছে। প্রভাষক শেখ আশিকুর রহমান আশিককে সভাপতি, এম এম নুর আলম সাধারণ সম্পাদক ও ইয়াছিন আরাফাত পিন্টু সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন। মঙ্গলবার সকালে দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।আঞ্চলিক প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ হিজবুল্লাহ’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ও কমিটি ঘোষণা করেন, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সম্পাদক, সাবেক সভাপতি ও আঞ্চলিক প্রেসক্লাবের উপদেষ্টা এস এম আহসান হাবিব। দু’বছর মেয়াদী কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি শেখ জিকু আলম, সহ-সভাপতি কেএম জিল্লার উদ্দিন, শেখ হেলাল উদ্দিন, শেখ কামরুল ইসলাম, শরিফুজ্জামান মুকুল শিকারি, আরিফুল ইসলাম, শেখ রবিউল ইসলাম ও শেখ উজ্জ্বল রহমান, সিনিয়র যুগ্ম-সম্পাদক শেখ ইয়াসিন আরাফাত (১) ও ইয়াসিন আরাফাত (২), সহ-সাংগঠনিক এমএম হাসানুজ্জামান, কোষাধ্যক্ষ এসএম শহিদুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার সুব্রত কুমার দাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অজিহার রহমান পান্না, দপ্তর সম্পাদক এসএম শরিফুজ্জামান, সাহিত্য সম্পাদক এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা তপন পাল এবং আহম্মদ আলী বাচা সহ ৫ জনকে সদস্য করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি এবং প্রভাষক রবিন্দ্রনাথ কর্মকার সহ ৮ জনকে সাধারণ সদস্য করে ৩৩ সদস্য বিশিষ্ট সাধারণ কমিটি গঠন করা হয়।