শার্শায় ৩দিন ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
মো: সাগর হোসেন:যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শা উপজেলায় ৩দিন(১০-১২ ফেব্রুয়ারী্) ব্যাপি কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা-২০২৫ এর শুভ উদ্বোধণ অনুষ্ঠিত হয়। মেলার শুভউদ্বোধণ ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ডা.কাজী নাজিব হাসান।সোমবার(১০ ফেব্রুয়ারী) শার্শা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ঐ মেলায় প্রায় ১৪টি কৃষি প্রযুক্তি প্রদর্শন স্টল স্থান পায়। কৃষি’র প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সার্বিক ধারনা দিতে মেলা স্থলে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ঐ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেলার সার্বিক পরিচালনার দায়িত্বে থাকা শার্শা উপজেলার কৃষি অফিসার-দীপক কুমার সাহা।এ সময় আলোচনা মঞ্চে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শার্শা উপজেলার সহকারী কমিশনার(ভূমি) শওকত মেহেদী সেতু,প্রাণীসম্পদ কর্মকর্তা-তপু কুমার সাহা,সিনিয়র মৎস কর্মকর্তা-পলাশ বালা, ডেপুটি জেনারেল ম্যানেজার(পল্লী বিদ্যুৎ,শার্শা) দেবাশীষ ভট্টাচার্য।”প্রযুক্তির ব্যবহারে ফসল উৎপাদনে ভরবো দেশ,গড়বো এবার সোনার দেশ” এই প্রতিপাদ্য নিয়ে সভার সভাপতি, শার্শা উপজেলার কৃষি কর্মকর্তা-দীপক কুমার সাহা,তার স্বাগতিক বক্তব্যে বলেন-“মেলায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে বস্তা পদ্ধতিতে সবজি, আদা চাষ, আধুনিক কৃষি উপকরণ ও যন্ত্রপাতি প্রদর্শন, শষ্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, আধুনিক চাষাবাদ পদ্ধতি, ভাসমান বেডে সবজি চাষ, একক ফল বাগান, মিশ্র ফল বাগান, সর্জন পদ্ধতিতে চাষাবাদ, নিরাপদ ফসল চাষ/জৈব কৃষি, মাটির স্বাস্থ্য সংরক্ষণ সহ বিভিন্ন কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে পরামর্শ প্রদান করা হবে”। এ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি ডা.কাজী নাজিব হাসান বলেন-“কৃষিই সমৃদ্ধি” ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট ( সিএসএডব্লিউএম,ডিএই পার্ট ) প্রকল্পের আওতায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ এর ৩ দিন ব্যাপী এ মেলায় ১৪ টি স্টলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার ও পরামর্শ প্রদানের জন্য সুসজ্জিত বুথ স্থাপন করা হয়েছে। যা থেকে কৃষক এবং কৃষি উদ্যোক্তরা বিভিন্ন ভাবে উপকৃত হবেন।কৃষি মেলায় অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে কৃষি উদ্যোক্তাদেরকে মেলা শেষে পুরস্কৃত করা হবে বলে ঐ কৃষি কর্মকর্তা জানান।