তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের মাঝে উত্তরণের অর্থ সহায়তা
তালা প্রতিনিধি:তালায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৬০ জন কৃষকের মাঝে ৫ হাজার টাকা করে নগদ অর্থসহায়তা করেছে বে-সরকারী সংস্থা উত্তরণ। রবিবার (৯ ফেব্রুয়ারি) উত্তরণ জাতপুর কার্যালয়ে জলাবদ্ধ এলাকার কৃষক পরিবারের জন্য “ৎলাবদ্ধ পরিবারের এগ্রিকালচার রিকভারি সাপোর্ট প্রজেক্ট” প্রকল্পের আওতায় এবং রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান “বিএসআরএম”এর অর্থায়নে নগদ অর্থসহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসআরম এর হেড অব কর্পোরেট রূহি মোরশেদ আহমেদ। উত্তরণ পরিচালক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, বিএসআরএম’র ম্যানেজার সেলস আবু জাফর সিদ্দিক, উত্তরণের প্রোগ্রাম ম্যানেজার মোঃ আঃ কাইউম আজাদ, উত্তরণ কর্মকর্তা সাধনা রানী গুহ, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবর সময়কালে অতিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে সাতক্ষীরা জেলার তালা উপজেলার কয়েকটি ইউনিয়নে দীর্ঘ মেয়াদি ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয় এবং এলাকার সকল ফসলাদি নষ্ট ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়। এলাকার কৃষক এবং সাধারণ জনগণ নানাবিধ দুঃখ-কষ্টে দিনাতিপাত করেন। তাই জলাবদ্ধ এলাকার কৃষক পরিবারের জন্য উত্তরণ জলাবব্ধ পরিবারের এগ্রিকালচার রিকভারি সাপোর্ট প্রজেক্ট” নামে একটি প্রকল্প গ্রহণ করে এবং প্রকল্পে অর্থসহায়তা প্রদান করে বাংলাদেশের স্বনামধন্য রড প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম”।