আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় মশাল মিছিল অনুষ্ঠিত
রঘুনাথ খাঁঃগাজীপুরে ছাত্রদের উপরে হামলা ও দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টিকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরা শহরের খুলনা রোডের মোড় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সাতক্ষীরা জেলা শাখার সম্মিলিত আয়োজনে এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।মশাল মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন স্লোগান সহ দলটি নিষিদ্ধের দাবিতে জোরালো বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা শাখার আহবায়ক আরাফাত হোসেন,যুগ্ম সদস্য সচীব নাজমুল হাসান রনি, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচীব ইলিয়াস হোসেন,তালা উপজেলা কমিটির সদস্য ফুল প্রমুখ।