শিমু রেজা এমপি কলেজে প্রতিষ্ঠা বার্ষিকী ও তারুণ্যের উৎসব উদযাপন
এমডি আরাফাত আলী: সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলায় শিমু রেজা এমপি কলেজে ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সাথে সাথে তারুণ্যের শক্তি, আবেগ এবং উদ্যোগী চেতনাকে ধারণ করে পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তারুণ্যের উৎসব, ক্রীড়া প্রতিযোগিতা,পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কলেজ মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যেকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জয়ন্ত কুমার ঘোষের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম ও আলহাজ্ব কাজী আলাউদ্দিন।এসময় উপস্থিত ছিলেন,ভুরুলিয়া নাগবাটী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস.এম হাফিজুর ইসলাম,মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনায়ারুল ইসলাম,মৌতলা ইউনিয়ন পরিষদের সদস্য ফয়সাল কবীর, ইউনিয়ন জামায়াত ইসলামের আমির মাস্টার নুরুল হক,কলেজের প্রতিষ্ঠাকালীন সদস্য স.ম মাহবুব এলাহী, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জাহাঙ্গীর আলম, সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।তারুণ্যের উৎসব উপলক্ষে কলেজ প্রাঙ্গণে ৩ টি স্টলে পিঠা বিক্রির আয়োজন করেন একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ছাত্রী অদিতি বসু, তৃপ্তা মন্ডল, জুথী পারভীন ও তাসনিহা আমিন খুশি। স্টলগুলোতে ২০ রকমের পিঠা বিক্রির আয়োজন করেন তারা।এসময় শিক্ষার্থীদের পদচারণায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় কলেজ প্রাঙ্গণে।