বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা শাখার বিশেষ সাধারণ সভায় হট্টগোল
নিজস্ব প্রতিনিধি:হট্টগোল, হাতাহাতি ও একটি গ্রুপের সভা বয়কটের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা শাখার বিশেষ সাধারণ সভা।বাংলাদেশ কেমিস্ট্রি এন্ড ড্রাগিস্ট সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আলহাজ্ব দ্বীন আলীর সভাপতিত্বে দুপুর ১২ টার দিকে বিশেষ সাধারণ সভা শুরুর পর দুপুর ১টার দিকে কমিটির নাম ঘোষণা করেন আলহাজ্ব দ্বীন আলী। এসময় স্বঘোষিত পকেট কমিটি ঘোষণার অভিযোগ তুলে ওই কমিটি ঘোষণার প্রতিবাদ করেন সৈয়দ রিজাউল ইসলাম টুটুলের নেতৃত্বে একটি গ্রুপ। এসময় সৈয়দ রিজাউল ইসলাম নির্বাচনের মাধ্যমে সাতক্ষীরা জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কমিটি গঠনের দাবী জানান। তখনই হট্টগোল শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় মাইক্রোফোনে থাকা আলহাজ্ব দ্বীন আলীসহ স্টেজে থাকা কয়েকজন নির্বাচনের দাবী তোলা টুটুল গ্রুপকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে। পরবর্তীতে টুটুল গ্রুপ সভা বয়কট করে সভাস্থল ত্যাগ করেন। এরপর আরও ঘন্টাখানেক বিশেষ সাধারণ সভার কার্যক্রম চলমান থাকে।হট্টগোল ও সভাস্থল ত্যাগ করার ব্যাপারে জানতে চাইলে গোলদার মেডিকেল হলের প্রোপাইটর রেজাউল ইসলাম টুটুল বলেন, বর্তমানে সাতক্ষীরায় কোন কমিটি নেই। দ্বীন আলী চাচা অবৈধভাবে সভাপতির চেয়ারে বসে আছেন। তিনি বিগত কমিটির সদস্যদের সদস্য পদ নবায়ন করেননি। তিনি নিজের লোকদের সদস্যপদ নবায়ন করে অধিকাংশ সদস্যদের বাদ রেখে আজকের এই বিশেষ সাধারণ সভা আহবান করেছেন। এই বিশেষ সাধারণ সভা ঘোষণা করাও অবৈধ। তাছাড়া কেন্দ্রের নির্দেশনা আছে, এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে নির্বাচন করে কমিটি গঠন করতে হবে। তবে দ্বীন আলী চাচা সেগুলো না করে নিজে নিকে কমিটি ঘোষণা করেছেন। আমরা এই কমিটি গঠনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সাথে সাথে বিষয়টি গুরুত্বের সাথে দেখার জন্য কেন্দ্রীয় নেত্রীবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।
বিশেষ সাধারণ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগস সমিতি সাতক্ষীরা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আমিনুর রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সদস্য জালালউদ্দিন, রোস্তম আলী, আনু হোসেন, রফিজুর রহমান, আবু কাওসার প্রমূখ।