পাইকগাছায় সরকারি খাসখাল ভরাট করে ঘর নির্মাণ বিপাকে ১০ পরিবার
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছা পৌরসভার ৪ নং ওয়ার্ড সরল গ্রামের ১০ পরিবারের লোকজন যাতায়াতের পথ নিয়ে বিপাকে পড়েছেন। একই এলাকার নির্মল মন্ডল ৪ ও ৯ নং ওয়ার্ডের পানি সরবরাহের বন্দোবস্ত প্রাপ্ত সরকারি খাস খালে মাটি ভরাট ঘর নির্মাণ করায় ওই পরিবার গুলো একমাত্র যাতায়াতের পথ বন্ধ হয়ে গিয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ভুক্তভোগী এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও থানা পুলিশ বরাবর প্রতিপক্ষ শিবেরবাটী গ্রামের মৃত ললিত মন্ডলের ছেলে মনিন্দ্র নাথ মন্ডল এবং সরল গ্রামের মৃত অর্জুন মন্ডলের ছেলে নির্মল মন্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে পাইকগাছা পৌরসভার ৪ ও ৯ নং ওয়ার্ডের মধ্যে দিয়ে একটি সরকারি খাস খাল রয়েছে। এ খাল দিয়ে একদিকে এলাকার পানি নিষ্কাশন হয়। অপরদিকে খালের ধার দিয়ে সরল এলাকার অনেক গুলো পরিবার নবপল্লী সড়ক হয়ে যাতায়াত করে থাকে। খালটি মনিন্দ্র নাথ বন্দোবস্ত প্রাপ্ত হয়ে আংশিক নিকট আত্মীয় নির্মলের নিকট হস্তান্তর করে। নির্মল বর্তমানে যাতায়াতের পথ সহ খালের অনেকটা জায়গা ভরাট করে ঘেরাবেড়া দিয়ে ঘর নির্মাণ করছে। যার ফলে ওই এলাকার কমপক্ষে ১০ টি পরিবারের যাতায়াতের পথ বন্ধ হয়ে গিয়েছে। এব্যাপারে সরল গ্রামের বাসিন্দা মৃত আনসার আলী গাজীর ছেলে লোকমান হাকিম বলেন আমাদের দীর্ঘদিনের যাতায়াতের পথ বন্ধ করে নির্মল গংরা ঘর নির্মাণ করছে। যার ফলে যাতায়াতের পথ নিয়ে পরিবার পরিজন মহা বিপাকে পড়েছি। এব্যাপারে তাদেরকে অনেকবার অনুরোধ করেছি কিন্তু তারা অনুরোধ উপেক্ষা করে নির্মাণ কাজ অব্যাহত রাখায় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ করেছি। আরেক বাসিন্দা আতিয়ার রহমান বলেন একমাত্র যাতায়াতের পথ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের এখন প্লেনে ছাড়া যাতায়াতের কোন ব্যবস্থা নাই। পরিবার পরিজন নিয়ে কিভাবে যাতায়াত করবো এনিয়ে খুব সমস্যায় রয়েছি। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ইফতেখারুল ইসলাম শামীম বলেন আমরা প্রাথমিক ভাবে পৌরসভার সকল সরকারি খালগুলোর সীমানা নির্ধারণ কাজ শুরু করেছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে বলে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান।