পাইকগাছায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।রবিবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে দশম শ্রেণীর শিক্ষার্থী ফারহানা ইসলাম (রিতু) লিখিত বক্তব্য পাঠ করেন। শিক্ষার্থীদের অভিযোগ প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় ৭/৫/২৪ তারিখে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকে মাসে এক দিন স্কুলে আসে। বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন,সিলেবাস,ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ,ছুটির নোটিশ কিছুই দেয় না বা পাইনা। গত নভেম্বর মাসে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পদত্যাগের দাবিতে প্রধান সড়ক অবরোধ করে রাখার পর। খুলনা থেকে ডিডি স্যার সিনিয়র স্যার আব্দুল ওয়াহাব কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব অর্পণ করলেও সেটা লিখিত আকারে দায়িত্ব না দেওয়ায় তিনি সব দায়িত্ব পালন করতে পারেন না বলে এমনটি জানিয়েছেন শিক্ষার্থীরা।এসময় উপস্থিত ছিলেন,সৈয়দা তানহা জেরিন মৌ ১০ম শ্রেনী,তৃষা মন্ডল ঝুমুর, ১০ম শ্রেনী,জারিন তৌফা এশা, ৯ম শ্রেনী,আকসারা নেওয়াজ চাহাত, ৯ম শ্রেনী,মৃত্তিকা মন্ডল, ৯ম শ্রেনী,সুমাইয়া তাবাসসুম, ৮ম শ্রেণী,আশ্ম নিঝুম, ৮ম শ্রেণী, সাওরাত সামিরা মিতু সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।