কমিশনে রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ না হলে আগের মতোই নির্বাচন হবে: সিইসি
অনলাইন ডেস্ক:
নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা না গেলে আবারও আগের মতোই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
আজ রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আরএফইডি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চায় না নির্বাচন কমিশন। সবাইকে সাথে নিয়ে সংস্থাটি নিরপেক্ষ ভূমিকায় কাজ করতে চায়। এজন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক নিয়ন্ত্রণমুক্ত করতে হবে।
অনুষ্ঠানে সিইসি বলেন, সাংবাদিকরা নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ অংশ। সবার সহযোগিতা পেলে জাতিকে দেওয়া সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার রক্ষা করা সম্ভব। কোনো বিষয়ে দ্বিমত বা ভিন্নমত থাকতে পারে। এর মানেই বিপক্ষ শক্তি না বলেও জানান সিইসি।