সৌরশক্তি চালিত পাইপ লাইন নেটওয়ার্কিং সিস্টেমে পানি সরবরাহের উদ্বোধন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় সৌরশক্তি চালিত পাইপ লাইন নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে কমিউনিটি ভিত্তিক পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ফেব্রুয়ারি) সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর কমিউনিটিতে CBF এর অর্থায়নে ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়াটার সিকিউরিটি প্রজেক্ট) কর্তৃক নবনির্মিত সৌর বিদ্যুত চালিত পাইপ লাইন নেটওয়ার্কিং সিস্টেমের উদ্ভোধন করা হয়।পাইপলাইন নেটওয়ার্কিং সিস্টেমের উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌরসভার সামাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল করিম, পানি সরবরাহ শাখার ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ব্র্যাক ইউডিপির রিজিওনাল ম্যানেজার হারাধন দেব, এম অ্যান্ড ই অফিসার লুৎফুল কবির, জুনিয়র ইঞ্জিনিয়ার মোসাদ্দেকুর রহমান ও সুব্রত দেব প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন ,সাতক্ষীরা পৌরসভার পানি ব্যবস্থাপনা কমিটি সদস্যবৃন্দ, রক্ষানাবেক্ষন কমিটি সদস্যবৃন্দ, ব্যবহারকারি পরিবারের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। অবকাঠামোটির মাধ্যমে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ২০০ টি পরিবারের ৬৬৫ জন নিম্ন আয়ের মানুষের নিরাপদ পানি সহ গৃহস্থালির দৈনন্দিন ব্যবহার্য পানির চাহিদা পূরণ হবে। অবকাঠামোটি তে নারী, পুরুষ, বৃদ্ধ, প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের প্রবেশগম্যতা নিশ্চিত করা হয়েছে। অবকাঠামোটি সৌর শক্তির পাশাপাশি জরুরী প্রয়োজনে বিদুৎ এর মাধ্যমেও পরিচালনার সুযোগ রাখা হয়েছে এছাড়াও পানির অপচয় রোধ করার জন্য বিশেষ ধরনের পুশ বিব কক ব্যবহার করা হয়েছে এবং জরুরী অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষ অত্যধুনিক প্রযুক্তির পরিবেশ বান্ধব অবকাঠামোটির ভূয়সী প্রশংসা করেন এবং অবকাঠামোটি নির্মাণ করে অত্র এলাকার বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষের পানির ব্যবস্থা করায় ব্র্যাক ইউ ডি পি কে ধন্যবাদ জ্ঞাপন করেন।