জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুমকে শুভেচ্ছা
আবু সাইদ বিশ্বাস:বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ ও মজলিশেশুরা সদস্যদের দিন ব্যাপি শিক্ষা শিবির ৮ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমন্ত্রিত প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম গতকাল সন্ধা সাড়ে ৭টায় সাতক্ষীরা জামায়াত কার্যালয়ে আসলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লুহ, অধ্যাপক ওমর ফারুক, মাওলানা ওসমান গণি, কর্মপরিষদ সদস্য জামশেদ আলম, অফিস সেক্রেটারী রুহুল আমিনসহ নের্তত্ববৃন্দ।শিক্ষা শিবিরের প্রধান অতিথির বক্তব্য রাখবেন, দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাঃ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী মুহাদ্দিস রবিউল বাশার। শিক্ষা শিবিরে সভাপতিত্ব করবেন সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম। শহরের আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তে সকাল ৮টায় শিক্ষা শিবির শুরু হয়ে চলবে সন্ধা পর্যন্ত। প্রেবিজ্ঞপ্তি।