বুধহাটা বাজার মুদি ব্যবসায়ী সমিতির কমিটি গঠন
আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার বুধহাটা বাজার মুদিখানা ব্যবসায়ী সমিতির কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাত ৯টায় বাজারের কাঁচা বাজার চত্বরে এ এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বাজার ব্যবস্থাপনা কমিটির অনুমোদনক্রমে এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। বুধহাটা বাজার ব্যবস্থাপনা কমিটির সদস্য মেহেদী হাসান বিপুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাজার কমিটির সদস্য শহিদুল ইসলাম শহীদ, জাহাঙ্গীর হোসেন ও মিলন হোসেন। সভায় সর্ব সম্মতিক্রমে মোঃ শফিকুল ইসলাম (শফি)-কে সভাপতি ও মোঃ আল আমিন হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১১সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মানষ দেবনাথ, সহ-সভাপতি আতিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ দেবনাথ, রনজিৎ সাধু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক প্রণব সাধু, কোষাধ্যক্ষ প্রহ্লাদ বিশ্বাস, সহ কোষাধ্যক্ষ জিল্লুর রহমান ও কার্যকরী সদস্য রাম সাধু। সমিতির উপদেষ্টা মন্ডলীরা হলেন, প্রবীর কুমার ঘোষ, সুশীল সাধু ও এস এম খলিলুর রহমান।