পাইকগাছার সোলাদানায় ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছার সোলাদানায় ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সোলাদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সাতক্ষীরার গ্রামীণ চক্ষু হাসপাতাল এ ফ্রী ক্যাম্পের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। সাবেক ইউপি সদস্য ঠাকুর দাশ এর সভাপতিত্বে ও ইউপি সদস্য শেখর চন্দ্র ঢালীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান পীযুষ কান্তি মন্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম সানা, সাংগঠনিক সম্পাদক ইসরাফিল মোড়ল, সাংবাদিক এসএম বাবুল আক্তার, জিএম মিজানুর রহমান, বিজন কুমার মন্ডল, ইউপি সদস্য প্রবীর গোলদার ও শফিকুল ইসলাম। চিকিৎসা প্রদান করেন ডাঃ সোহানুর রহমান, আরাফাত হোসেন, শারমিন আক্তার, অঞ্জু বিশ্বাস, খাদিজাতুল কুবরা, মেহেদী হাসান রাশেদ ও লিটন। ফ্রী ক্যাম্পের মাধ্যমে এলাকার দরিদ্র রোগীদের চোখের চিকিৎসা এবং চোখের ছানী রোগী বাছাই করা হয়।