পাইকগাছার লস্করের ঘোপের খাল খনন কাজের উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছার লস্কর ইউনিয়নের লেবুবুনিয়ার ঘোপের খাল পুনঃ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে লেবুবুনিয়া মন্দির চত্বরে সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও উন্নয়ন সংস্থা উত্তরণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। লস্কর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা কৃষি অফিসার একরামুল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোস্তফা নুরুল ইসলাম, কৃষিবিদ ফেরদৌস আহমেদ। শিক্ষক গোবিন্দ মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা আতাউল্লাহ, ইউপি সদস্য পরমানন্দ সানা, দিলীপ মন্ডল, আফজাল হোসেন, রফিকুল ইসলাম, অঞ্জলি রাণী ঢালী, মর্জিনা বেগম, সাবেক ইউপি সদস্য প্রণব কান্তি হালদার, ওয়াটার সেড কমিটির সভাপতি পঙ্কজ মন্ডল, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল ও শিক্ষক নিতাই পদ মিস্ত্রি। সমন্বিত পানি ব্যবস্থাপনায় সফল প্রকল্পের আওতায় লস্কর ইউনিয়নের লেবুবুনিয়া সহ ৪ গ্রামের পানি সরবরাহ ঘোপের খালের ৩০ ফুট প্রস্থ ও ৯ ফুট গভীরের ১.১৮ মিটার দৈর্ঘ্যের খালটি পুনঃ খনন করা হবে। খালটি খনন করা হলে এলাকার কৃষি ফসল উৎপাদন এবং মৎস্য চাষের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে।