কলারোয়ায় বিনাসরিষা-১১ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস
নিজস্ব প্রতিনিধি;: সাতক্ষীরার কলারোয়ায় উচ্চ ফলনশীল ও স্বল্পজীবনকাল বিশিষ্ট বিনাসরিষা-১১ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার খোর্দ্দ বাটরায় বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) সাতক্ষীরা উপকেন্দ্রের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলামের সভাপতিত্বে ও বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মিলন কবীরের সঞ্চালনায় মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প-পরিচালক ড. মো: মাহবুবুল আলম তরফদার, উপ প্রকল্প পরিচালক ড. মো: আশিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার: এস এম এনামুল ইসলাম, বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. শিল্পী দাস ও বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান। এসময় প্রধান অতিথির বক্তব্যে বিনা মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ বলেন, সরিষা চাষ করে এই প্রতিকূল অঞ্চলের ক্রপিং ইন্টেনসিটি বাড়িয়ে দেশকে সমৃদ্ধশালী করে তুলতে হবে। এক্ষেত্রে বিনাসরিষা-১১ একটি উপযুক্ত জাত।বিনাসরিষা-১১ ও বারিসরিষা-১৪ এর প্রায়োগিক এই মাঠ দিবসে কৃষক মো: সিরাজুল ইসলাম বলেন, বিনাসরিষা-১১ এর ফলন বারিসরিষা-১৪ এর চেয়ে খুব ভালো হয়েছে।মাঠদিবসে খোর্র্দ্দবাটরা গ্রামের ১০০ জন চাষী উপস্থিত ছিলেন।