সাতক্ষীরায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন
নিজস্ব প্রতিনিধিঃ সমৃদ্ধ হোক গ্রন্থকার, এই আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজেন বুধবার সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সরকারি গণগ্রন্থগারে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা করে গণগ্রন্থাগার কক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন বিশ্বাস। গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান জিয়ারুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাসেম,জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম সহ আরো অনেকে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরি অ্যাসিস্টেন্ট কিনারাম কুমার।এ সময় শ্রেষ্ঠ ৬ বই পাঠকে ক্রেস্ট প্রদান, চিত্রাংকন ও আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় মোট ২৬ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।