সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। সোমবার সকাল সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পূজা মন্ডবের সামনে ভিড় জমাতে থাকেন শিক্ষক, শিক্ষিকা,শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি প্রদান করেন শিক্ষার্থীরা।অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর পাদপদ্মে প্রণতি জানান তারা। পূজা চলাকালীন উলু ও শঙ্খ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে স্কুলের পূজামণ্ডপ।এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান,সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সরস্বতী পূজা উদযাপন কমিটির আহবায়ক দীপাসিন্ধু তরফদার,সিনিয়র শিক্ষক বিবেকানন্দ কবিরাজ,সিনিয়র শিক্ষক হারাধন কুমার আইস, সহকারী শিক্ষক তুষার কান্তি দাস,পল্লব মন্ডল,সৌমিত্র কুমার মন্ডল,নিলিমা ঘোস,শিউলি দাস সহ আরো অনেকে। পরে স্কুলের শিক্ষার্থীরা নিয়ে চিত্র অঙ্কন,গীতাপাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিছুর রহমান বলেন ধর্ম যার যার, উৎসব সবার। জাতি ধর্ম নির্বিশেষে স্কুলের সকল শিক্ষক /শিক্ষার্থী ভেদাভেদ ভুলে এই আনন্দ আয়োজনে সামিল হয়েছে।অপর্ণা রানী মন্ডল নামের এক শিক্ষার্থী বলেন, ‘মা সরস্বতী বিদ্যার দেবী। আমরা যেহেতু শিক্ষার্থী, আমরা যেন ঠিকমতো পড়াশোনা করতে পারি, সেটা মায়ের কাছে কামনা করেছি। পড়াশোনার পাশাপাশি আমরা যেন ভালোমতো সাহিত্য, সংস্কৃতি চর্চা শুদ্ধভাবে করতে পারি এবং এসএসসি পরীক্ষায় ভালো পরীক্ষা দিয়ে ভালো করতে পারি মা আমাদের সেই আশীর্বাদ করুক–এই কামনা করেছি।