পাইকগাছায় এক গৃহবধু আত্মহত্যা
পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় গলায় রশি পেঁচিয়ে মাজিদা খাতুন (৩২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন।সোমবার দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার গ্রামের নিজ ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। মাজিদা ওই গ্রামের শেখ শহিদুলের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাজিদা মানসিক ভারসাম্যহীন ছিলেন।থানার এস.আই অমিত দেবনাথ সাংবাদিকদের জানান,লাশ বর্তমানে ভিকটিমের নিজ বাড়িতে আছে। সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য আগামী কাল মঙ্গলবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।
Please follow and like us: