শ্যামনগরে মাদকের ছড়াছড়ি ধ্বংস হচ্ছে যুবসমাজ, প্রশাসনের ভূমিকা প্রশ্নবৃদ্ধ

মোঃ আলফাত হোসেন:সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুবসমাজ, বাড়ছে ছিনতাইসহ নানা রকম অপরাধ। উপজেলার কৈখালী গ্রামের জয়খালী, সাপখালী,মু্ন্ডাপাড়া, শৈলখালী, রমজাননগর ব্রীজ,পরানপুর,ভুরুলিয়া,আটুলিয়া পদ্মপুকুর,বুড়িগোয়ালিনি,হরিনগর,পাশ্বেমারী টেংরাখালী,কালিঞ্চীগ্রাম,ভেটখালীসহ উপজেলার সর্বত্র। বিভিন্ন গ্রাম এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। ফলে ধর্ষণ, যৌন হয়রানি, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঘটছে। অধিক মুনাফা ও সহজে আমদানি করতে পারাই মাদক ব্যবসায়ীরা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে রূপ নিয়েছে। এভাবে সব এলাকায় মাদকের ভয়াবহতা রূপ নিয়েছে। এসব এলাকার মধ্যে সব থেকে মাদক বেচা বিক্রি পয়েন্ট,এগুলো হলো: শ্যামনগরের ভারত- বাংলদেশ সীমান্ত কালিন্দী নদী ও সুন্দরবনের কোঁলঘেষা কৈখালী ইউনিয়নের শৈলখালী,কাটামারী,পশ্চিম কৈখালী,সাপখালী,কয়ালপাড়া,যাদারহাট, নুরনগরের দুরমুজখালী,কুলতলী,রমজাননগরের, ভেটখালী কালিঞ্চীগ্রাম, ভৈরবনগর এলাকা, রমজাননগর ব্রিজের আশপাশের এলাকা। এসব এলাকায় নতুন ও পুরাতন মাদক কারবারিদের আখড়া হওয়াতে শ্যামনগরের বিভিন্ন অলিগলিতে যুবকেরা মোটরসাইকেল রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেবন করছে এইসব মাদক। মাদক বিক্রি করার জন্য মহিলারা ছদ্মবেশে রাস্তায় ঘোরাফেরা করেন। বেশকিছু এলাকা ঘুরে দেখা গেছে মাদক সেবন ও বিক্রি হচ্ছে প্রকাশ্য যা খুবই ভয়াবহ অবস্থা। এবিষয়ে সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপ এর সভাপতি মোঃ সোহেল রানা বলেন, আমাদের শ্যামনগর এখন মাদকের ছড়াছড়ি শুরু হয়েছে, যা বন্ধ হওয়া খুবই জরুরি ওই সব মরণ নেশার কবলে পড়ে ধ্বংস হচ্ছে শ্যামনগরের বিভিন্ন গ্রামের উঠতি বয়সী যুবকেরা এতে করে ওই সব সন্তানের মা বাবারা রয়েছে চরম আতংকে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, উপজেলার সর্বত্র এখন মাদকের ছড়াছড়ি পুলিশ প্রশাসনের নীরব ভূমিকায় চলছে এসব ভয়ংকর মাদক ব্যবসা, তাই পুলিশ প্রশাসনের উচিৎ মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান করা। স্থানীয় একজন জনপ্রতিনিধি নাম না বলার শর্তে জানান, উপজেলায় মাদকের এতো ছড়াছড়ি হলেও স্থানীয় থানা পুলিশের ভূমিকা প্রশ্নবৃদ্ধ কারণ মাদক ব্যবসায়ীরা পুলিশের নাকের ডগায় এসব ভয়ংকর মাদক ব্যবসা সেবন করে চলেছে প্রশাসনের তেমন কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনা। শ্যামনগর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে কয়েকদিনের মধ্যে বেশকিছু মাদক জব্দ করা হলেও। মাদকের গড ফাদারেরা ধরাছোঁয়ার বাইরে থেকেই যাচ্ছে। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবীর মোল্যা বলেন, দ্রুত সময়ের মধ্যে মাদক কারবারিদের গ্রেপ্তার করা হবে এবং হচ্ছে, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড় দেয়া হবে না, প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষদের ও সোচ্চার হতে হবে।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)