প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কামরুল হাসান: গত ১ ফেব্রুয়ারি, শনিবার দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পৃষ্ঠায় “কলারোয়ায় রোমেল-রঞ্জু বাহিনীর ত্রাসে অতিষ্ঠ জনগণ” শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়ে আমি মুসা কারিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল, কলারোয়া, সাতক্ষীরা, প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদের প্রকাশিত বিষয়গুলো একপাক্ষিকভাবে তুলে ধরা হয়েছে। গোপিনাথপুর গ্রামবাসী বেত্রবতী পাড়ের মাটি উত্তোলন বন্ধ করার বিষয়ে এক হয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। তারা নদীপাড়ের মাটি কাটার নিপক্ষে স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ জানান মানববন্ধনে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুর রহমান রঞ্জু গ্রামবাসীদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে গত ৩১ জানুয়ারির মানবন্ধন কর্মসূচিতে দলীয় নেতা-কর্মীর সমন্বয়ে যোগ দেন। কর্মসূচি ছিলো সম্পূর্ণ গ্রামবাসীদের নিজস্ব উদ্যোগে। প্রকাশিত সংবাদের উল্লেখিত বিষয়ের সাথে বাস্তবে কোনো মিল না থাকায় আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আরিফুর রহমান রঞ্জু, রোমেল, রিপন, আবির ও আমি মুসা কারিম দলের পরীক্ষিত মুখ। মহল বিশেষের প্ররোচনায় সংবাদপত্রে মিথ্যা তথ্য পরিবেশন করে আমাদের দীর্ঘ রাজনৈতিক জীবনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য অপপ্রচার চালানো হচ্ছে। দলের ত্যাগী নেতাদের এভাবে সংবাদপত্রের মাধ্যমে সংবাদে আমরা ব্যথিত ও ক্ষুব্ধ। আমি প্রকাশিত সম্পূর্ণ প্রতিবেদনটি উদ্দেশ্যমূলক ও মনগড়াভাবে উপস্থাপন করায় আমি ও আমরা নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমাদের কোনো বক্তব্য ছাড়া একটি সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশ করাটা কতটা দায়িত্বের মধ্যে পড়ে, সেটাও ভেবে দেখা দরকার। একপাক্ষিক বক্তব্য এভাবে প্রকাশ করায় আমরা বিস্মিত ও হতবাক হয়েছি। আমি আরও একবার প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মুসা কারিম
সিনিয়র যুগ্ম আহবায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল
কলারোয়া, সাতক্ষীরা।