দুর্নীতির লাগাম টেনে নির্মূল করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে———- মন্ত্রী পরিষদ সচিব ড. মো. আব্দুর রশিদ
নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী পরিষদ সচিব ড. মো.আব্দুর রশিদ বলেছেন,জনগণের টাকার উন্নয়নমূলক সকল প্রকল্পে দুর্নীতির লাগাম টেনে নির্মূল করে এলাকার উন্নয়নে কাজ করতে হবে । কোন রাস্তার জন্য বরাদ্দের টাকা ২০-৩০% কাজ হয় না আর এই ভাবেই সরকারি অর্থ কাজ না করেই লোপাট হয়। । এখানে অনেক জন প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি আছে এই সমস্ত দুর্নীতি রোদে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে । সম্মিলিত প্রচেষ্টা এবং প্রতিরোধ ছাড়া দুর্নীতি রোধ করা সম্ভব না। এই সমস্ত দুর্নীতির কারণে দেশের অনেক মেগা প্রকল্পের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে । আমার বাবা আমার কাছে পীরের মতন হলেও আমার সন্তানের কাছে কিছু না । আমার জন্মস্থান সাতক্ষীরা শহরের খড়িতলা গ্রামে।
সেখানে নিজস্ব জায়গায় সবার জন্য একটি কবরস্থান এবং যাকাত ফাউন্ডেশনেরর অর্থায়নে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন ছাড়াও এলাকার সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য একটি কমিউনিটি চিকিৎসা সেবা কেন্দ্র তৈরি করে দিয়েছি। যেখানে প্রতিদিন ডাক্তারদের তত্ত্বাবধানে মানুষ সেবা নিতে পারবে। এখন সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।শনিবার( ১ ফেব্রুয়ারি) দুপুরে কালিগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে মথুরেশপুর ইউনিয়নের চকদড়ি খড়িতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যাকাত ফাউন্ডেশনের অর্থায়নে সুপেয় পানির প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন তিনি।
জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন,সাতক্ষীরা পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম,কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, শ্যামনগর -৪আসনের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ,শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জজ কোর্টের পিপি ও কালিগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার , উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ,ছাত্র সমন্বয়ক রাকিবুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি দুস্থদের মাঝে কম্বল এবং পানির ট্যাংক বিতরণ করেন।