জমকালো আয়োজনে তারুণ্য যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কুখরালীতে তারুণ্য যুব ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠা পালিত হয়েছে। একই সাথে সংগঠনের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।গতকাল (০১ জানুয়ারি) সংগঠনের নতুন কার্যালয়ের উদ্বোধনের মধ্যে দিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে তারুণ্য যুব ফাউন্ডেশনের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও দৈনিক হৃদয় বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি.এম মোশাররফ হোসেন, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট এ.বি.এম সেলিম।অনুষ্ঠানে অতিথিরা বলেন, তারুণ্য যুব ফাউন্ডেশন সমাজের পিছিয়ে পড়া মানুষ তথা হতদরিদ্র, অসহায় মানুষের জন্য কাজ করে। অসহায় মানুষের সেবায় তারুণ্য যুব ফাউন্ডেশন সবসময় কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো.মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলী মুক্তাদা হৃদয়, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুনার রশিদ, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক সবুজ, অর্থ সম্পাদক ইয়াকুব আলী বাবু, সাহিত্য সংস্কৃতি সম্পাদক মনিরুজ্জামান সাজু, দপ্তর সম্পাদক মো. মোখলেছুর রহমান, নিবাহী সদস্য হাফিজুর রহমান, আলমগীর হোসেন, শফিকুল ইসলাম, আব্দুস সালাম, সদস্য যথাক্রমে, ফয়সাল হোসেন, আব্দুল করিম, সিরাজুল ইসলাম, আশরাফুল ইসলাম, আজিজুল ইসলাম বাচ্চু, জাহিদ হোসেন, হুমায়ুন কবির টুটুল, রেজাউল ইসলাম, শামীম হোসেন, ইমরান হোসেন ইমন, মো. শাহজালাল, নাঈম হোসেন, আব্দুর রাজ্জাক, জি.এম তাহমিদ হোসেন, রাফিদ তাজকিন, জি.এম তাওসিফ হোসেন প্রমুখ।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. মনিরুল ইসলাম ও মো. আব্দুর রাজ্জাক সবুজ।