আ’লীগের দোসর বোরহান ললাটিপল্লী বিদ্যুৎ অফিসে অবাঞ্চিত!
সোনারগাঁ প্রতিনিধি :-আওয়ামীলীগের দোসর সৈয়দ বোরহান হিরন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ ১-অফিসে ছাত্র জনতার তোপের মুখে পরে অফিস থেকে পালিয়েছেন। সম্প্রতি নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পবিস-১ ললাটি অফিসে বোরহান অবস্হান করলে উত্তেজিত জনতা ও সকল কর্মচারি তাকে অবাঞ্ছিত ঘোষনা করেন। ছাত্র জনতা ও এলাকাবাসীর তোপের মুখে পরে সে দৌড়ে পালিয়ে যান।
জানাযায় ,সোনারগাঁ উপজেলার বানিয়াতলী এলাকার নাসির উদ্দিনের ছেলে বোরহান হিরন তিনি ললাটি পল্লী বিদ্যুৎ এর এলাকা পরিচালক নাম করে সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এবং সবসময় মেয়র তাপসের নাম করে বিভিন্ন সময়ে সাধারণ মানুষদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ সংযোগের টাকা আদায় করা হতো। এবং সাধারণ মানুষ কে পল্লী বিদ্যুতের মিথ্যা মামলার ভয় দেখিয়ে অর্থ আদায় করার ও অভিযোগ রয়েছে এই বোরহান হিরনের বিরুদ্ধে। নানাখী এলাকার লিটন মিয়া জানান এই বোরহান ১৫ আগস্ট বঙ্গবন্ধু মৃত্যুবার্ষিকী উপলক্ষে শামিম ওসমান কে গুরু দিতেন। শামিম ওসমানের প্রভাবে তিনি ললাটি পল্লী বিদ্যুৎ অফিসে ক্ষমতা প্রদর্শন করতেন। ৫ই আগস্ট স্বেরাচার শেখ হাসিনা দেশ থেকে পলায়নের পরপরই গা ঢাঁকা দেন বোরহান। কিন্ত আবারো গতকাল ২২ই জানুয়ারি ললাটি অফিসে ঢুকতে চাইলে তোপের মুখে পালাতে বাধ্য হয়। কৃষক জলিল মিয়া জানান আমাকে পল্লী বিদ্যুৎ এর মামলা ভয়ে দেখিয়ে টাকা আদায় করতে চেয়েছিলো বোরহান নিজেকে পল্লী বিদ্যুতের বড় কর্মকর্তা পরিচয় দিয়ে এসব অপকর্ম চালিয়ে যেতেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি-১ জিএম ইসহাক কে কল দিলে তিনি রিসিভ করেনি