কলারোয়ায় দুস্থদের হাতে কম্বল তুলে দিলেন সাবেক এমপি হাবিব
কামরুল হাসান: কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসচ্ছল মানুষের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। শুক্রবার জুম্মার নামাজের পরে উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি দুস্থদের মাঝে এ কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, যুবদল নেতা রুহুল আমিন খোকন, আরিফুর আনম রিপন, মাহফুজার রহমান, সাংবাদিক সহকারী অধ্যাপক কেএম আনিছুর রহমান, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, কৃষক দল নেতা শাহাবুদ্দিন প্রমুখ।
Please follow and like us: