পাটকেলঘাটায় তারুণ্যের উৎসব -২০২৫ পালিত
আজহারুল ইসলাম: ২৩ জানুয়ারি বৃহস্পতিবার পাটকেলঘাটা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে সকাল ১১ টায় প্রধান শিক্ষক (দায়িত্ব প্রাপ্ত) মোঃ সাইফুল্লাহ এর সভাপতিত্বে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বি পি এল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আব্দুল লতিফ সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মীর শাহীন হোসেন, বিশষ্ট শিল্পপতি ও সমাজসেবক কেশব সাধু, মোমিন পোল্ট্রি হ্যাচারিজ এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল মমিন, তরুণ কৃষি উদ্যোক্তা এস এম রায়হান উল্লাহ আওরোঙ্গী, আনন্দ টিভি সাতক্ষীরা জেলা প্রতিনিধি হাসানুর রহমান হাসান, আব্দুল লতিফ বৃত্তি ফান্ডের পরিচালক ডাঃ তানিয়া রহমান প্রমূখ। অনুষ্ঠানের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারকসপ্রদান করা হয়।