ডুমুরিয়ায় সেনা অভিযানে গাজাঁ-পিস্তলের গুলিসহ গ্রেফতার-১
ডুমুরিয়া প্রতিনিধি:ডুমুরিয়ায় সেনা অভিযানে ১’শ গ্রাম গাজা, ৭ পিচ পিস্তলের গুলিসহ রেজাউল ইসলাম (৪১) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা হয়েছে।পুলিশ ও ডুমুরিয়া সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, ডুমুরিয়া সেনা ক্যাম্পের কমান্ডার মেজর দেবাশীষ সাহার নেতৃত্বে ওয়ান্টে অফিসার মাসুদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার রাতে বাহাদুরপুর গ্রামে অভিযান চালায়। রাত আনুমানিক সাড়ে ১২ টায় ওই গ্রামের মহিউদ্দীন শেখের ছেলে রেজাউল শেখের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় রেজাউলের কাছ থেকে ১’শ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়। তার ঘর থেকে পৃথক দুটি পিস্তলের ৭ পিচ গুলি উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালের রেজাউলকে গাজা ও গুলিসহ ডুমুরিয়ায় থানায় হস্তান্তর করা হয়। পুলিম বাদি হয়ে এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে ডুমুরিয়া থানা পুলিশ জানিয়েছে।