খাজরা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক পদে সিরাজুলের প্রার্থীতা প্রত্যাহার
স্টাফ রিপোর্টার:আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে ব্যক্তিগত অসুবিধার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ানো সহ প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেছেন মোঃ সিরাজুল ইসলাম। গত ২৩ শে জানুয়ারি প্রধান নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আশাশুনি উপজেলা কমিটির কাছে লিখিত আকারে এই আবেদন করা হয়। ফলে একক প্রার্থী হিসেবে সহকারী শিক্ষক মোঃ আবু রায়হান বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় খাজরা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন।খাজরা ইউনিয়ন বিএনপির আহবায়ক বোরহান উদ্দিন বুলু, বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য গত ১৮ জানুয়ারি খাজরা ইউনিয়ন বিএনপি’র ত্রিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী মনোনয়নপত্র করাই করেন। একজন প্রার্থী দেরিতে সম্মেলন অনুষ্ঠানে যোগদান করায় ভোট গ্রহণের কার্যক্রম করা সম্ভব হয় না। ফলে এ নিয়ে বেশ আলোচনা ঝড় উঠে নেতাকর্মীদের মধ্যে।