আশাশুনিতে আইসিআরডিসিভি-২ প্রকল্পের অবহিতকরণ সভা
জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।মুসলিম এইড ইউ-কে বাংলাদেশ কান্ট্রি অফিসের অর্থায়নে ইএসডিও এর বাস্তবায়নে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। ইএসডিও-আইসিআরডিসিভি-২ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার শামসুল হক মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রজেক্টের লক্ষ্য উদ্দেশ্য, গৃহীত ও বাস্তবায়িত কার্যক্রমের উপর সচিত্র ও বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন, মুসলিম এইড বাংলাদেশের প্রজেক্ট অফিসার প্রসেনজিৎ রায়। আলোচনা রাখেন, ইএসডিও এর এ্যাডভাইজার অটল কুমার মজুমদার, উপজেলা কৃষি অফিসার এসএম এনামুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রসুন কুমার মন্ডল, পিআইও মোঃ আমিরুল ইসলাম, চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, চেয়ারম্যান হোসেনুজ্জামান, আশাশুনি প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, হাফেজ বাকী বিল্লাহ, মৌমাছি নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক, ইউপি সদস্য সোহরাব হোসেন প্রমুখ।