শ্যামনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা
আশিকুজ্জামান লিমন:শ্যামনগরে মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার ৷ ২১ জানুয়ারী ২০২৫ তারিখ সময় ৫ টার দিকে উপজেলার বংশীপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মেসার্স কৃষি বিপণীর স্বত্বাধিকারী এস এম মাহবুবুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ এবং ৫৩ ধারা অনুযায়ী ১০০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সহ থানা-পুলিশ মোবাইল কোর্টটি পরিচালনা করেন ৷ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দ্বায়ে তাকে অর্থদন্ড প্রদান করা হয় ৷