রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা

মোঃ রুকুনুজ্জামান :রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন এর আসন্ন এি বার্ষিক নির্বাচন কে সামনে রেখে অদ্য প্রধান কার্যালয়, পার্বতীপুর ট্যাংকলরী টার্মিনাল, পার্বতীপুর, দিনাজপর এ নির্বাচনী তফসীল ২০২৫ ঘোষণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন, রেজি: নং-বি-২১০০ এর অন্তর্ভক্ত পার্বতীপুর ট্যাংকলরী টার্মিনাল,পার্বতীপুর,দিনাজপুর আওতাধীন নির্বাচনী তফসীল ঘোষণা করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক প্যানেল পৌর মেয়র, প্রধান নির্বাচন কমিশনার মো: মন্জুরুল আজিজ পলাশ, এছাড়াও উপস্হিত ছিলেন,নির্বাচন কমিশনার বৃন্দ, পার্বতীপুর প্রেস ক্লাব এর সভাপতি মন্জুরুল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক মো: ওবায়দুল ইসলাম বাবু,ও প্রিন্ট মেডিয়ার স্হানীয় সাংবাদিকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন, রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের শ্রমিক, নেতা ও নেতৃবৃন্দ।উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত আকারে প্রধান নির্বাচন কমিশনার সকলের উদ্দেশ্যে নির্বাচনী তফসীল ঘোষণা করেন।

তফসীলে যা উল্লেখ করা হল, খসড়া ভোটার তালিকা প্রকাশ ২২/১/২৫ বুধবার, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি গ্রহন ২৩/১/২৫ বৃহস্পতিবার, খসড়া ভোটার তালিকার উপর আপত্তি নিষ্পত্তি ২৫/১/২৫ শনিবার, চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৭/১/২৫ সোমবার, মনোনয়ন পএ ফরম বিক্রয় ২৮/১/২৫মঙ্গলবার হতে ২৯/১/২৫ বুধবার, মনোনয়ন পএ দাখিল ও গ্রহণ ৩০/১/২৫ বৃহস্পতিবার, মনোনয়ন পএ বাছাই ১/২/২৫ শনিবার ২/২/২৫ রবিবার, প্রার্থীদের নামের তালিকা প্রকাশ ৩/২/২৫ সোমবার, মনোনয়ন পএের উপর আপত্তি ও নিস্পত্তি ৪/২/২৫ মঙ্গলবার, মনোনয়ন পএ প্রত্যাহার ৫/২/২৫ বুধবার, চুড়ান্ত বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ ৬/২/২৫ বৃহস্পতিবার, প্রতীক বরাদ্দ ৮/২/২৫ শনিবার ও ভোট গ্রহন ২২/২/২৫ শনিবার। নির্বাচনী তফসীল -২০২৫ ঘোষণার পর সকলে করতালি দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে অভিনন্দন জানান।

পরিশেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন এর এি বার্ষিক নির্বাচন সুষ্ঠ ভাবে পরিচালনা ও সু সম্পন্ন করতে ২২/২/২৫, শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ, গণনা ও ফলাফল প্রকাশ করা হবে বলে সকলের সহযোগিতা আন্তরিক ভাবে কামনা করেন।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)