তালায় তারুণ্যের উৎসব-২৫ এর ক্রিকেট ও ফুটবল টুনামেন্টের উদ্বোধন
জহর হাসান সাগর :তালায় এসো বদলাই,পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ আন্তঃ ইউনিয়ন ক্রিকেট ও ফুটবল টুনামেন্ট পৃথক পৃথক ভাবে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২২ শে জানুয়ারী) নেহাল পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল।এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ওমর ফারুক,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীর্জা সাকিব, ম্যাচ পরিচালক সহ-শিক্ষক আফজাল হোসেন,মাহাফুজুর রহমান,কলিম উদ্দীন সরদার,মশিয়ার রহমান, কৃঞ্চপদ বৈদ্য,গঙ্গারাম বর্মন প্রমুখ।